টাঙ্গাইলে সমাজসেবা কর্তৃক চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৪৬৯

জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইল কর্তৃক ভয়ানক অসুস্থ দরিদ্র অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইল কর্তৃক দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোকের কারণে প্যারালাইজড ও কিডনী সমস্যায় আক্রান্ত মোট ২৭ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জনাব মনোয়ারা বেগম, এমপি, সংরক্ষিত মহিলা আসন, টাঙ্গাইল উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে রোগীদের মাঝে চেক বিতরণ করেন।

উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, টাঙ্গাল, র‌্যাব এর কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, টাঙ্গাইল ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।