২৫ এপ্রিল ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী


জেলা সফরের অংশ হিসেবে ঠাকুরগাঁও সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ।
এপ্রিল মাসের ২৫ তারিখে তিনি ঠাকুরগাঁও আসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ।
প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরের যাওয়ার কথা রয়েছে ১১ মার্চ । তিনি ১৪ মার্চ দেশে ফিরবেন । সিঙ্গাপুরের রাষ্ট্রীয় সফর শেষ করে জেলা সফর শুরু করবেন বলে জানা গেছে।
সুত্র জানায়, আগামী ২১ মার্চ চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও যাবেন তিনি।
২০০১ সালে নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।