সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


টাঙ্গাইলের সখীপুরে ‘মানব সেবায় বন্ধু মহল’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক লোক বিন্যামূল্যে ওষুধ এবং চিকিৎসাসেবা নেন।
এ সময় জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, সাবেক চেয়ারম্যান শামছুল হক পান্না, ড্রাক এন্ড কেমিষ্ট উপজেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক আবদুল লতিফ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সজল আহমেদ/এইচএইচ