বিভিন্ন নদ-নদীর ৪৯ পয়েন্টের পানি হ্রাস

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, বুধবার, ২৩ আগস্ট ২০১৭ | ৫৪৩
ফাইল ছবি। -আলোকিতপ্রজন্ম.কম

দেশের বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে, তবে কোথাও কোথাও পানি স্থিতিশীল রয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। খবর সাহস২৪.কম

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ৩৭টি এবং ৪টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে।

আজ বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীসমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা  আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা ও সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘন্টায় হ্রাস পেতে পারে।  আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে। 

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে ৯৮ মি.মি. সুনামগঞ্জে ৯০মি.মি. ঢাকায় ৭০ মি.মি. ভাগ্যকুলে ৬৫ মি.মি. নওগাঁয় ৬২ মি.মি. পটুয়াখালী ৬০ দশমিক ৩ মি.মি. ফরিদপুরে ৫৪ দশমিক ৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।