স্বাধীনতার গান

বুলবুল হাসান
প্রকাশিত: ১০:৫৪ এএম, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮ | ৭৪৮

মরণের মুখোমুখি দাঁড়িয়ে
নির্ভয়ে যারা দিয়ে গেল প্রাণ
মমতার বন্ধন সংসার করিয়া ত্যাগ
বিজয়ের উল্লাসে উঠিল গর্জিয়া...
তাঁরাই চির অম্লান-গাহি স্বাধীনতার গান।

মুক্তির নেশায়
বাঙালি বীর নর-নারী
দীপ্ত শপথে হাতে নিলো অস্ত্র
আর কেউ বা নিলো বাঁশের লাঠি
রাখিতে বাংলার মান-গাহি স্বাধীনতার গান।

কতো কবি লিখলো
রক্ত- গঙ্গা ভীবিষিকার ইতিহাস কবিতায়
কতো শিল্পী গাইলো
উত্তাল- দুরন্ত-দুর্বার সমরের গীতি
হয়ে তাঁরা বলীয়ান-গাহি স্বাধীনতার গান।

কতো মায়ের কোল
খালি হলো, হিসাব মিলে না আজও তার
কতো না বধূ
হারালো স্বামী, মিটলো না জীবনের পূর্ণ সাধ
এঁরাই চির মহীয়ান-গাহি স্বাধীনতার গান।

হাজারো বৃদ্ধ- বনিতা
পাখ- পাখালি, বাংলার মাঠ- ঘাট, প্রান্তর
নদ- নদী, আকাশ- মাটি, তরুলতা
সকলেই উচ্চ কণ্ঠে গেয়ে উঠল, আমরা স্বাধীন
বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের প্রাণ
গাহি স্বাধীনতার গান।