লালপুরে আওয়ামীলীগের একাংশের শোডাউনে চারঘাটের দুই ব্যক্তি আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৪৬৫

ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে নাটোরের লালপুরে আওয়ামীলীগের একাংশের মোটর সাইকেল শোভাযাত্রা চলা কালে আজ বুধবার (০৭ মার্চ) দুপুরে পাশর্^বর্তী রাজশাহী জেলার চারঘাট উপজেলার শরিফুল ইসলাম মামুন (২২) ও মধু (২০) নামের দুই যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরিফুল ইসলাম মামুন চারঘাট উপজেলার বাখরা গ্রামের ইসাহাক আলী ও মধু একই গ্রামের ইমদাদুল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাজেদ-উর রহমান চাঁদ, কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার, শামীম আহমেদ সাগর ও আবুল হোসেনের নেতৃত্ব মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি দুপুরে উপজেলার গোপালপুর হতে ওয়ালিয়া যাাবার পথে মধুবাড়ি এলাকায় মামুনের মোটর সাইকেলটি রাস্তার পাশে থেমে থাকা একটি অটোকে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা ওই দুই জন মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে গোপালপুরের একটি ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এলাকার কয়েকজন আওয়ামীলীগ সমর্থক এ ব্যাপারে জানান, দলীয় কর্মসূচিতে অংশগ্রহনের সময় এ ধরনের দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। আমরা চাই সে দ্রত সুস্থ হয়ে উঠুক। তবে খুব কষ্ট পেয়েছি নাটোর-১ আসনে বর্তমানে আওয়ামীলীগের খুব শক্ত অবস্থান। তারপরেও পাশর্^বর্তী এলাকা থেকে লোক ভাড়া কেন করতে হবে।

এ ব্যাপারে জানতে মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অবঃ) রমজান আলী সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে উনি কলটি রিসিভ করেন নি।