ইবরাহীম খাঁ সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে যথাযথ মর্যাদায় পালনের জন্য সারা দেশের টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ আলোচনা সভা হয়েছে।
বুধবার (৭ মার্চ) সকালে কলেজের ২০৮ নং কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রফেসর বেনজীর আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, ইরবাহীম খাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ হোসেন প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।