বগুড়ায় নানা অা‌য়োজ‌নে পা‌লিত হ‌চ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৪:২৯ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৪৫৭
বগুড়ায় নানা অায়োজনের মধ্যে দিয়ে পা‌লিত হ‌চ্ছে ঐতিহাসিক ৭ মার্চ।
 
দিবস‌টি উপল‌ক্ষ্যে অাজ বুধবার আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা,ও  র‌্যালীসহ নানা কর্মসূচী পালিত হচ্ছে।
 
মাইকে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ । বঙ্গবন্ধুরঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে অাজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণের উপর প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
এতে প্রধাান অতিথি ছিলেন জেলা প্রশাসক  মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন,সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সামস্ উল আলম জয় প্রমুখ।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  বগুড়া জেলা আওয়ামীলীগ বেলা ১২টায় শহরে র‌্যালী বের করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়। 
 
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামীলীগ নেতা এড. আমানুল্লাহ আমান, এড. মকবুল হোসেন মুকুল, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, রফিনেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, আল রাজি জুয়েল, সামছুদ্দিন শেখ হেলাল প্রমুখ।
 
এদিকে ঢাকার রেসকোর্স ময়দান থেকে বিকেলে প্রধানমন্ত্রীর ভাষণ বগুড়া সদর উপজেলার সকল ইউনিয়নসহ সাতমাথা, মাটিডালী বিমান মোড়ে বড় পর্দায় দেখার ব্যবস্থা করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।