কালিহাতীতে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৮১০

‘বাংলার পাট বিশ্বমাত’ “সোনালী আঁশের সোনার দেশ পাট পন্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পাট দিবস উপলক্ষে পাটর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় পাটর‌্যালীটি কালিহাতী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে, কালিহাতী উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এম শহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন।