টাঙ্গাইল শ্রীশ্রী ছোট কালীবাড়ীতে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:০১ পিএম, সোমবার, ৫ মার্চ ২০১৮ | ৬৬১

প্রতিবছরের ন্যায় এবছরেও টাঙ্গাইল শ্রীশ্রী ছোট কালীবাড়ীতে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে । ১ মার্চ বৃহস্পতিবার থেকে ৩ মার্চ শনিবার পর্যন্ত শ্রীমদ্ভাগবত ও শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করা হয় । পাঠ করেন ছোট কালিবাড়ীর সহ-সভাপতি জিতেন্দ্র কুমার সাহা, বড়কালীবাড়ির পুরোহিত শ্রী আশীষ ভাদুড়ী, মির্জাপুরের শ্রী জ্যোতির্বিনোধ গোস্বামী।

৪ মার্চ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। অধিবাস কীর্তন পরিবেশন করেন ছোট কালীবাড়ী হরিসভা সংঘের সমাজ কল্যাণ সম্পাদক কীর্ত্তনীয়া শ্রী অতুল চন্দ্র দাস ও তার দল ।

৬ মার্চ মঙ্গলবার পর্যন্ত চলবে মহানাম যজ্ঞানুষ্ঠান। কীর্তন পরিবেশন করছেন আদি ঠাকুর স¤প্রদায় (পিরোজপুর), রাধা মধাব সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী হরি মন্দির সম্প্রদায়, মুক্তিলতা সম্প্রদায় (মাদারীপুর), জয় অনুকুল ঠাকুর স্প্রমদায় (মির্জাপুর) এবং ভাই ভাই সম্প্রদায় (গোপালগঞ্জ)। ৭ই মার্চ বুধবার অনুষ্ঠিত হবে লীলা কীর্ত্তন।

লীলা কীর্ত্তন পরিবেশন করবেন ভারতের নবদ্বীপ থেকে আগত শ্রীমতি কানন মন্ডল, ফরিদপুরের শ্রী বলরাম সাহা এবং নওগাঁ’র কুমারী সুমিতা সরকার। ৮ মার্চ বৃহস্পতিবার মহাপ্রভুর ভোগ, কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে ।

ছোট কালীবাড়ীতে কীর্ত্তন দেখতে আসা ক কার্তিক কর্মকার বলেন, “আমি প্রতিবছর সন্তোষ থেকে এখানে কীর্ত্তন শুনতে আসি । এবছরও খুব ভাল ভাল কীর্ত্তনের দল কীর্ত্তন পরিবেশন করছে।”

শ্রী শ্রী ছোট কালীবাড়ীর সাধারন সম্পাদক পরিমল কুমার দেব বলেন, “প্রতিবছর দোল পূর্নিমা তিথির দিন থেকে আমরা ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু করে থাকি । সকল ভক্তবৃন্দের সহযোগিতায় অর্থের যোগান দিয়ে এ উৎসব পালন করি। প্রতিদিন ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। আশা করছি আগামী দিনেও সকলের সহযোগিতায় ভাল ভাবে উৎসব পালন করতে পারবো।”