সখীপুরে মা- বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, সোমবার, ৫ মার্চ ২০১৮ | ৫৩০

টাঙ্গাইলের সখীপুরে বাবা-মার সাথে অভিমান করে সোহেল আহমেদ (১৫) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রোববার রাতে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ। নিহত সোহেল স্থানীয় কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে মোবাইল ফোনে কথা বলা নিয়ে বাবা-মার সাথে কথা কাটাকাটি হয় সোহেলের। সোমবার সকালে পরিবারের লোকজস অনেক ডাকাডাকির পর তার রুমের দরজা না খোলায় দরজা ভেঙে গিয়ে ঘরের ধরনা সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

সখীপুর থানার ওসি মো. নাজমুল হক ভূইঁয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।