টাঙ্গাইলে নাগরপুরে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও বই বিতরণ


‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনে চলি, নতুন প্রজন্মের সোনার বাংলা গড়ি’ এই শ্লোগানকে বুকে ধারন করে টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযোদ্ধা চেতনা বা¯ত্মবায়ন পরিষদের উদ্যোগে র্যালি, বই বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয় ও কাজী মৌঃ মোঃ মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে র্যালি, বই বিতরন ও এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অ্যাডভোকেট মুলতান উদ্দিন আহম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিটিবির সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, যুগ্ন-সম্পাদক আব্দুল আলীম দুলাল, সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরু সরকার, সাধারন সম্পাদক আবুল কামলাম আজাদ প্রমূখ।
উপজেলা মুক্তিযোদ্ধা চেতনা বাত্মবায়ন পরিষদের সভাপতি মোঃ আলহাজ্ব সুজায়েত হোসেনের সঞ্চালনায় এ সময় অতিথিবৃন্দ কচি-কাঁচা শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই তুলে দেন।
সমাবেশে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অ্যাডভোকেট মুলতান উদ্দিন আহম্মেদ প্রধান অতিথির বক্তব্যাকালে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে অনেক কিছুই অজানা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সঠিক ধরনা কচি-কাঁচা শিক্ষার্থীদের মধ্যে পৌছে দেয়ার দায়িত্ব আমাদের।
বিশেষ অতিথি বিটিবির সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ বলেন, এই কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীরা আগ্রহী হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে। তারা বুঝে নিতে চায় নিজেদের দায়িত্ব।
৭১ এ রনাঙ্গনের যোদ্ধারা হয়ত একদিন থাকবে না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল ¯ত্মরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।