মির্জাপুরে বহুরিয়া ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ | ১৩৮৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার প্রত্যয় নিয়ে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মো. শওকত আলী খানকে আহ্বায়ক, শেখ জসিম উদ্দিন ও মাহমুদ হাসানকে যুগ্ম আহ্বায়ক করে বহুরিয়া ইউনিয়ন যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

রোববার উপজেলার গেড়ামারা গোহাইলবাড়ি বাজারে আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

কর্মীসভায় অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সহসভাপতি ও হংকং আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, দুই যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শুওকত আলী খান প্রমুখ বক্তৃতা করেন।