ধনবাড়ী তারুণ্যের হাট সংগঠনের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে মাশরাফি

মধুপুর প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৯৯

টাঙ্গাইলের ধনবাড়ীর ডিগ্রী কলেজ মাঠে ২৩ ফেব্রুয়ারী(শুক্রবার) বিকেলে তারুণ্যের হাট ১৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাফল্যের সাথে তারুণ্যের হাট সংগঠন টি দীর্ঘ ১৫ বছর কাজ কারায় ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের ওযান্ডের অধিনায়ক মাশরাফি বিন মুরর্তজা প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ধনবাড়ী বাসীকে আনন্দে উল্লাসিত করে মাতিয়ে রাখেন।

এসময় মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মাঝে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয় ও ২ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন - ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, শিক্ষক,মুক্তিযোদ্ধা অন্যান্য অতিথি বৃন্দ সহ তারুণ্যের হাট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাশরাফি কে নিয়ে বিভিন্ন কুইজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক মাশরাফির বক্তব্যর শেষে চলে যাওয়ার কথা শুনেই মাশরাফির এক পাগল ভক্ত স্ট্রেজে লাফিয়ে উঠে মাশরাফি কে জরিয়ে ধরার চেষ্ঠা করে। পরে মাশরাফি তার পাগল ভক্ত কে বুকে জরিয়ে নেয়।

পরে চলে যাওয়ার সময় সাধারণ লোক সহ পুলিশ সদস্যরাও সেলফি তুলতে ব্যাস্ত হয়ে পড়েন।