বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র: ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৯৬৯

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর তাই আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে যুদ্ধ করে স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।২৩ ফেব্রুয়ারি শুক্রবার টাঙ্গাইল শহরের কালিপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণে নাট মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উদ্দেশ্যে বলেন, লোকনাথ ব্রহ্মচারীর যে বাণীগুলো রয়েছে সেগুলো আপনারা দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন। আমাদের দেশে এখন সব সম্প্রদায়ের মানুষই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারছেন। আমাদের কালিপুর লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে।

ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদানের জন্য সরকারিভাবে যে তালিকা রয়েছে সেখানেও এই মন্দিরটি অর্ন্তভুক্তি করা হয়েছে। মন্দিরের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি হিসেবে যতটুকু করা দরকার সর্বোচ্চ সহোযোগিতা করার চেষ্টা করবো।

কালিপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি প্রদীপ কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা। অন্যান্য অথিদের মধ্যে বক্তব্য রাখেন  এ.কে.এন্ড এসোসিয়েটস ঢাকা এর ব্যাপস্থাপনা পরিচালক আশিষ কুমার কুন্ডু এর সহধর্মিনী সুচিত্রা রাণী কুন্ডু।

এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহমুদা বেগম জেবু, শ্রী শ্রী কালিবাড়ীর সহ-সভাপতি নীলমনি সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিপুর লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সাধারন সম্পাদক সুজন কর্মকার।

এসময় মন্দিরের কার্যনিবাহী কমিটির সদস্যবৃন্দ এবং সনাতনধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের উদ্যোগে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক চন্দন কুমার ভৌমিক এসময় মন্দিরের কার্যকরী কমটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

নাট মন্দিরের প্রস্তাবিত নকশায় মন্দিরের আয়তন ৫০ থেকে ৬০ বর্গফুট।প্রাক্কলিত আনুমানিক ব্যয় নির্ধারন করা হয়েছে ৬০ লক্ষ টাকা।নাট মন্দিরটির মঠের উচ্চতা হবে ৭০ ফুট ৬ ইঞ্চি।