বিসিএসে স্বতন্ত্র টেক্সটাই

ক্যাডার দাবিতে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:২০ পিএম, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৩৬

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার অর্ন্তভুক্তির দাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ন্যায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিসিএসে স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার বর্তমানে সময়ের দাবি। বাংলাদেশের পোষাক রপ্তানি খাতে টেক্সটাইল প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে পোষাক রপ্তানি খাতে ৫০ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছেন।

এটি বাস্তবায়নের জন্য টেক্সটাইল প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে। বস্ত্র অধিদপ্তর এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে টেক্সটাইল প্রকৌশলীদের নিয়োগ দেয়া না হলে কখনই এই খাত থেকে আমরা আমাদের সর্বোচ্চটা পাবো না।

আর এজন্যই টেক্সটাইল ক্যাডার প্রয়োজন। শিক্ষার্থীরা আরো বলেন, অতি দ্রুত বিসিএসে কৃষি ক্যাডার, চিকিৎসা ক্যাডার ও ভেটেনারি ক্যাডারের মতো টেক্সটাইল ক্যাডার চালু করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচির দেয়া হবে।

শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষন করে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার মোঃ রিয়াজ উদ্দিন রিপন বলেন, শিক্ষার্থীদের দাবি যুক্তিসঙ্গত। যদি সরকার বিসিএসে স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার চালু করে তাহলে বস্ত্রখাতে বাংলাদেশ আরো বেশি এগিয়ে যাবে।

মানবন্ধনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ নাজমুল হোসাইন রুকন, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী এস. এম. মেহেদী হাসান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ সেলিম হাসান, মোঃ ইউসুফ আলী, আলী হাসান, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী এস. এম. আরিফুজ্জামান রাসেল, মোঃ আবুল বাশার, মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, আসিফ ইকবাল হিমেল, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী আশেক-ই-খোদা, মোঃ মোরসালিন হোসাইন, পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান, মোঃ সুমন ভুইয়া, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মোঃ হাসান খন্দকার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাদমান ইবনে আশরাফ, মোঃ মাসুদ রানা, মোঃ হানজালা ও মোঃ আল-নুর ইসলাম অভিসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে।