শহীদদের শ্রদ্ধা জানাতে এসে প্রান হারালো ইউপি সদস্য


টাঙ্গাইলের ঘাটাইলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে প্রান হারালো ইউপি সদস্য মজিদ ভান্ডারী (৬৫) ৷ সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আজ বুধবার সকালে ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে এই ঘটনা ঘটে।
মজিদ ভান্ডারী উপজেলার গৌরাঙ্গী (উত্তর পাড়া) গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
জানা যায়,আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তুহিন আব্দুল্লাহ এর নেতৃত্বে ভোরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মজিদ ভান্ডারী বুকে ব্যথা অনুভব করেন এবং শহীদবেদীতেই পরে যায়। পরে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে দায়িত্বে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তুহিন আব্দুল্লাহ, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার রহমান শাহজাহানসহ অনেকে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ ও গভীর শোক প্রকাশ করেছে। এ মৃত্যুতে মরহুমের গ্রামের বাড়িতে এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।