বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে ।
২১ শে ফেব্র“য়ারি বুধবার সকাল ৬ টায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা মিলে প্রতিষ্ঠানের শহীদ মিনারে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে। এরপর সকাল ৬ টা ৩০ মিনিটে একটি প্রভাত ফেরী প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে বের হয়ে কেন্দ্রিয় শহীদ মিনার নিরালা মোড়ে গিয়ে পৌঁছায় ।
সেখানে গিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা । তারপর কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন শেষে প্রভাত ফেরিটি পুণরায় প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছায় । এরপর প্রতিষ্ঠানের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় ।
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক জাহানারা বেগম, মতিউর রহমান, রেহানা পারভীন এবং এনি সুরাইয়া মিলজু ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিবা শিফটের ১০ম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা সাদাফ, প্রভাতী শিফটের ১০ম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা এবং প্রভাতী ৮ম শ্রেণির অহি সিদ্দিকী ।
আলোচনা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক খন্দকার আব্দুলাহ আল মামুন ।