ধনবাড়ীতে ৭ মিনিটেই স্যাপ্টি ট্যাংকি থেকে ৩ বছরের শিশু উদ্ধার

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫১ পিএম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮ | ১১১২

২১ ফেব্রুয়ারী (বুধবার) টাঙ্গাইলের ধনবাড়ী সদরের রূপশান্তি এলাকার জীবন দাসের ৩ বছরের মেয়ে বর্ষা তার মায়ের সাথে রান্না ঘরে থাকাবস্থায় মেয়েটি খেলা করছিল।

এসময় হঠাৎ করে পিছনে নির্মাণাধীন স্যাপ্টি ট্যাংকির চিপায় পড়ে যায়। তাৎক্ষনিক ভাবে ধনবাড়ী ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে ৭ মিনিট শিশু বাচ্চাটিকে উদ্ধার করে।

ধনবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার-আবুল কালাম জানান, ৩ বছরের মেয়ে বর্ষা মায়ের সাথে রান্না ঘরে ছিল হঠাৎ করেই পিছনে নির্মাণাধীন স্যাপ্টি ট্যাংকির চিপায় পড়ে যায়। আমরা বাচ্চাটিকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাচ্চাটির তোমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাচ্চাটিকে উদ্ধার করে তার বাবার কাছে হস্তাতন্তর করা হয়েছে।