আজ টাঙ্গাইলে জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:০৬ পিএম, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮৮

আজ ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখর হয়ে উঠেছে আদালত প্রাঙ্গণ। 

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলীয় ভোটের পাশাপাশি ব্যাক্তি ইমেজের ভোট নির্বাচনে প্রার্থীর জয়ের পাল্লা ভাড়ী করবে বলে ধারনা করছেন সংশ্লিষ্টগণ। ভোট কেন্দ্রে উভয় দলের প্রভাবশালী নেতাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্বাছ উদ্দিন আকন্দ, সহ-সভাপতি পদে গোলাম হায়দার ও বংশীবিনোদ গোস্বামী কৃষ্ণ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শামস্ উদ্দিন, যুগ্ম-সম্পাদক পদে মুহাম্মদ ইলিয়াস হোসেন মনি, লাইব্রেরি সম্পাদক পদে গোলাম মোস্তফা সিকদার, ক্রীড়া সম্পাদক পদে তোফায়েল আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন; নির্বাহী সদস্য পদে আশিক বিন আজিজ, আহসান হাবিব, মোহাম্মদ ওয়াহিদ রানা, ফারজানা ইয়াসমিন মিতু, বেল্লাল হোসেন খান, মাসুদুল হক রতন, মোয়াজ্জেম হোসেন, আব্দুর রশীদ ও শাহরিয়া ফারজানা।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে ফারুক আহমেদ, সহ-সভাপতি পদে শাহজাহান আলী ও এসএম আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক পদে মঈদুল ইসলাম শিশির, যুগ্ম-সম্পাদক পদে খন্দকার চমন আল মুইছ, লাইব্রেরি সম্পাদক পদে গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক পদে দবির উদ্দিন ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদা আক্তার মুন্নী; নির্বাহী সদস্য পদে সৈয়দ ইকবাল হোসেন, জসীম উদ্দিন, তাজউল ইসলাম, আব্দুর রহিম, রাশেদা আক্তার, শওকত আলী মিয়া, মোহাম্মদ শাহাদৎ হোসেন, শাহীন সিদ্দিকী ও শাহীনুল ইসলাম শাহীন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। সহকারী কমিশনার হিসেবে থাকবেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির ও মোহাম্মদ আব্দুল কদ্দুস।