মেলায় আসছে সাকিব জামালের কবিতাগ্রন্থ "কবিতা ক্যু"!


একুশে ফেব্রুয়ারি বইমেলায় আসছে সাকিব জামালের চতুর্থ কবিতাগ্রন্থ "কবিতা ক্যু"! বইটিতে কবি এক সমুদ্র প্রত্যাশা নিয়ে কবিতাগুলো সংকলন করেছেন ।
বিশ্ব মানবতার জন্য সাম্যতা এবং নায্যতা নিশ্চিত করতে প্রয়োজন মানুষের চিন্তার-মননের । কবিতা ক্যু এর মাধ্যমে সবার মনে সব মানুষের জন্য ভালোবাসা জাগরণের প্রয়াসে কবিতায়-কবিতায় সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নে কবিতা ক্যু ঘটাতে চান তিনি !
বইটিতে পাবেন:
একগুচ্ছ দ্রোহের কবিতা।
একগুচ্ছ জাগরণের কবিতা।
একগুচ্ছ সমতার কবিতা।
একগুচ্ছ দেশত্ববোধক কবিতা।
একগুচ্ছ প্রত্যাশার কবিতা।
একগুচ্ছ অণু কবিতা।
বইটি পাওয়া যাবে বইমেলায় ‘আজকাল প্রকাশনী’, ৩৬৮ নম্বর স্টলে।