কালিহাতীতে ১১তম একুশে বই মেলা’র শুভ উদ্বোধন


মাতৃভাষায় হোক জীবনের বিকাশ-একুশের এই আহবান নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী ১১ তম একুশে বই মেলার শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫ টায় কালিহাতী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং কালিহাতী সাধারন পাঠাগারের উদ্যোগে কালিহাতী আর.এস. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে শুভ উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩৩,টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
কালিহাতী সাধারন পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালিহাতী সাধারন পাঠাগারের সাধারন সম্পাদক ও একুশে বই মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানা অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহুরুল হক বুলবুল ও কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.কে.এম আতিকুর রহমান ফরিদ।
শেষে স্থানীয় ও বিভিন্ন টিভি চ্যানেলের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।