মধুপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা চলবে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত!

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ এএম, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৭৩

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে চেতনায় সংস্কৃতি চর্চা ও বই পড়ার প্রত্যয় গড়তে বেলুন ও কবুতর উড়িয়ে পাঁচ দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা পরিষদের উপজেলা অডিটরিয়াম চত্বরে মধুপুর পৌরসভার উদ্যোগে এ বই মেলার আয়োজন করা হয়। চলবে আগামী ২১ফেব্রুয়ারী পর্যন্ত।

পৌর মেয়র মাসুদ পারভেজ এর সভাপতিত্বে এ মেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বই মেলার উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান, প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু, বাপ্পী সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার পরিমল গোস্বামী, মধুপুর বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, মধুপুর শহিদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. বজলুর রশিদ চুন্নুসহ প্রমুখ।

এ বই মেলায় এমপি স্থানীয় লেখকদের ৬ টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রথম দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় দেখা যায়। মেলায় স্থানীয় প্রকাশনা এবং স্থানীয় লেখকদের বই বেশী কিনতে দেখা গেছে।

স্থানীয় কবি ও লেখক নাজমুছ সাদাৎ নোমান জানান, প্রথম দিন হলেও বেচাকেনা খুব ভালই হচ্ছে। স্থানীয় প্রকাশনা ‘‘বটের ছায়া’’ প্রকাশনীর স্বত্বাধিকারী গাজী মুসা জানান, পাঁচ দিনব্যাপী মেলা আজ ক্রেতারা দু একট বই কিনবে আর ঘুরে দেখবে পরবর্তীতে বেচাকেনা সন্তোষজনক হবে। পরে এমপি মেলার সবকটি স্টল ঘুরে দেখেন।