লালপুরে মরহুমা মুক্তা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

লালপুর প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৫১৪

নাটোরের লালপুরে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ মাঠে লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মরহুমা মুক্তা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

মরহুমা মুক্তারা বেগম মুক্তা লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সহধর্মিণী ছিলেন।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

ট্রাইব্রেকারের ১ম পর্যায়ে ৩-৩ গোলে সমতা থাকায় অতিরিক্ত ১টি করে শর্ট নেয়ার সুযোগ পায় উভয় দল। ডিজিটাল সেন্টার দল কাঙ্খিত গোলের দেখা পেলেও গোল বঞ্চিত হয় নবীনগর দলের খেলোয়াড়রা। ফলে ৪-৩ গোলে নবীনগর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লালপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার ফুটবল দল।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন লালপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল ফুটবল দলের রাজন। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসাবে মুন্না, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় শহিদুল ইসলাম স্বপন ও আকর্ষনীয় গোলদাতা হিসাবে মেহেদী হাসান মুনের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

লালপুর খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি আব্দুল্লাহ আল হাসান তনুর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ প্রমুখ।