সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে; জহুরুল হুক ডিপটি


সন্ত্রাস, জঙ্গীবাদের দিকে অমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের (সাবেক) সভাপতি খন্দকার জহুরুল হক ডিপটি এ কথা বলেছেন।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে কাজ করে যাচ্ছি এবং বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরও এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের বলেন, আমাদের অভিজ্ঞতা তোমাদের শক্তি। বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ধরে রাখতে হবে।
বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য নীরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের তার সাথে মিল রেখে বাংলাদেশকে সমৃদ্ধ করার সকল কর্মকান্ডে যোগ দিতে হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে (২২অগস্ট) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, জেলা কমান্ডের (সাবেক) সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক মোঃ ওমর ফারুক বিপ্লব, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কাউসার হোসেন চপল, উপজেলা প্রজন্মলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সানোয়ার হোসেন, উপজেলার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।