বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র ভাঙন

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৬ এএম, বুধবার, ২৩ আগস্ট ২০১৭ | ৭৭৬

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গরিলাবাড়ি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে সেতু বাঁধের প্রায় ১হাজার মিটার নদী গর্ভে চলে গেছে।

ভাঙনের তীব্রতা এতো বেশি যে বাঁধের আশে পাশের মানুষ বাড়ি ঘর সরানোর সময় টুকুও পাচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছে ভাঙন কবলিতরা। অন্যদিকে বাঁধে ভাঙনের ফলে সেতুটি হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ সেতুর খুব কাছের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করায় এবং যমুনার পানি কমে যাওয়ায় এই বাঁধে ভাঙ্গণ দেখা দিয়েছে। বাঁধটি দ্রæত মেরামত করা না গেলে একদিকে সেতুটি হুমকির মুখে পড়বে অন্যদিকে আশপাশের প্রায় ৭ থেকে ৮টি গ্রাম নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশংঙ্কা রয়েছে। হটাৎ করে তীব্র ভাঙ্গনের ফলে চরম বিপাকে পরেছে ভাঙ্গন কবলিতরা। ভাঙ্গনের তীব্রতা রেড়েই চলছে। মানুষ ঘরবাড়ি সরানোর সময়টুকু পাচ্ছেনা। অসহায় হয়ে পরছে তারা।

সেতু কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, গত ২০০৩ সালে বঙ্গবন্ধু সেতু রক্ষার্থে ব্রীজের দুই পাশে ১০০মিটার পাথর ও ১৮ মিটার বøক দ্বারা বাধঁটি নির্মান করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী এলাকা পরিদর্শন করছেন এবং বিষয়টি উর্ধতন কর্র্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুর দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহীন হোসেন।