মোবাইল হাতে কেন্দ্রে, পরীক্ষার আগেই বহিস্কার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৫ পিএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৭৫

মোবইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা শুরুর আগেই এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তার নাম জয় মনি দাস। সে বুড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

বৃহস্পতিবার মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু থেকে ওই পরীক্ষার্থীকে বহিস্কার করেন মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন।

জনা গেছে, সকালবেলা পরীক্ষা শুরুর পূর্বে হুরোহুরি করে পরীক্ষার্থীরা ভেন্যুতে পবেশ করে। ভেতরে প্রবেশ করেই জয় মনি দাস তার এ্যান্ডয়েট মোবাইলটি ব্যবহার করছিল।

বিষয়টি ওই সময় ভেন্যুতে অবস্থানকারী সহকারী কমিশনার (ভুমি) আজগর হেসেনের নজরে আসে। সাথে সাথে তিনি ওই ছাত্রকে ডেকে আনেন এবং পরীক্ষা শুরুর আগেই তাকে বহিস্কার করেন।

 

শামসুল ইসলাম সহিদ/এইচএইচ