মধুপুর-ধনবাড়ীতে বিএনপির অনশন কর্মসূচি পালিত

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৫৯

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদন্ডে রায় দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপি অনশন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলে।


মধুপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে জেলা বিএনপির বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাকের হোসেন সরকার,সাধারণ সম্পাদক মধুপুর পৌর সভার সাবেক মেয়র সরকার শহিদ সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


ধনবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক মুপুর-ধনবাড়ী-১ আসনের এমপি প্রার্থী আলহাজ¦ মাহবুব আনাম স্বপন ফকির এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক কামাল হোসেন তালুকদার মিন্টু, যুগ্ম সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির আহবায়ক এস এম এ ছোবাহান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফেজ খাইরুল ইসলাম, ছাত্র দলের নেতা মিল্টন, সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

হাফিজুর রহমান/এইচএইচ