খালেদা জিয়ার মুক্তির দাবীতে
নাগরপুরে বিএনপির অনশন কর্মসূচি


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩য় দিনের মত টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে অনশন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বুধবার উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে নাগরপুর সদর বাসস্ট্যান্ডে কেন্দ্র ঘোষিত এ অনশন কর্মসূচি পালন করা হয়।
কেদ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর নেতৃত্বে অনশন কর্মসূচিতে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন খান, আহাম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিজ উদ্দিন, যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূইয়া, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম দিপন, মীর খোকন, এলিম মাহমুদ, কৃষক দলের সাধারন সম্পাদক জাকির হোসেন, ছাত্রদল সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা গোলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান (ছাদিক), কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর রাসেল প্রমূখ।