ঘাটাইলে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত


টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছেন উপজেলা বিএনপি ও ২০ দলের নেতাকর্মীরা। উপজেলা ১৩ফেব্রুয়ারি (মঙ্গলবার)এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সাড়ে ১০টা নাগাদ অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শত নেতাকর্মী যোগ দেন। তারা খালেদা জিয়াকে মা সম্বোধন করে নানা স্লোগান দিয়ে কার্যালয় এলাকা মুখরিত করে তুলছেন। এর মধ্যে তরুণ কর্মীদের মুখে মুখে ফিরছে একটি স্লোগান-‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাব না’।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভুইয়া, সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার প্রমূখ।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল সহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
সৌরভ/পিএইচ