মির্জাপুরে বিএনপির মানববন্ধন


দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের সাজার প্রতিবাদে মির্জাপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সোমবার সকালে কেন্দ্রিীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এই কর্মসূচী পালন করে। বেলা এগারটায় সদরের বংশাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি তাদের মানববন্ধন কর্মনুচী পালন করে।
মানবন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম নয়া, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, জেলা বিএনপি নেতা ফিরোজ হায়দার খান, আব্দুল কাদের শিকদার, এডভোকেট আব্দুর রউফ, আলী এজাজ খান চৌধুরী রুবেল, কুব্বত আলী মৃধা, শফিকুল ইসলাম ফরিদ,মহিলা দল নেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না, যুবদল নেতা গোলাম মোস্তফা জীবন, ডি এ মতিন ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহিন প্রমুখ।