ভূঞাপুরে বিএনপি'র প্রতিবাদ সমাবেশ


সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেয়ায় প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ করছে ভূঞাপুর থানা বিএনপি'র একাংশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর বাসষ্ট্যান্ড চত্বরে থানা বিএনপি'র আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ভূঞাপুর থানা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা এর সভপতিত্বে বক্তব্য রাখেন, থানা বিএনপি'র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, থানা বিএনপি'র সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুব দলের আহবায়ক রফিকুল ইসলাম, ছাত্র দলের সভাপতি রাজিব হোসেন প্রমুখ।
ফরমান/পিএইচ