মির্জাপুরে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৬১০

টাঙ্গাইলের মির্জাপুরে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ত্রিমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন। এসময অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমান, জান্নাতুল ফেরদৌস,লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, কান্ঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বাইমহাটী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেযারা বেগম প্রমুখ।

৫০টি ইভেন্টে ১শ ৬৯ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭শ ৫০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রথমে স্কুল ও ইউনিয়ন পর্যায় প্রতিযোগিতা শেষে এই চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


শামসুল ইসলাম সহিদ/পিএইচ