বিজ্ঞাপন ও প্রচারণায় ব্যবহার করা যাবে না ড. ইউনূসের ছবি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪ | ৫৫৪

পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (৯ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।

গতকাল ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থীসহ আছেন আরো ১৬ জন।