কালিহাতীতে আওয়ামীলীগের নাশকতা বিরোধী মিছিল-সমাবেশ

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৫০৬

টাঙ্গাইলের কালিহাতীতে জিয়া অরফানেজ টাস্ট্র দূর্নীতি মামলায় আজ (৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা বিরোধী মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীগ ও সহযোগি সংগঠনগুলো।

৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় মিছিলটি উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, প্রচার সম্পাদক আবু মুহাম্মদ জিন্নাহ, সহ-প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মালেক তালুকদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সহ সভাপতি সেলিম সিকদার,সাংঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তুহিন, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, পৌর ছাত্রলীগের আহবায়ক রিফাত আল খালিদ রিমনসহ বিভিন্ন সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভ্র মজুমদার/পিএইচ