বাগাতিপাড়ায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন প্রস্তুতি সভা


নাটোরের বাগাতিপাড়ায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা ‘বড়াল’ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।
উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান। অন্যান্যর মধ্যে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষিবিদ মোমরেজ আলী, প্রোকৌশলী এস.এম শরিফ খান, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সেক্রেটারী সেকেন্দার রহমান, জাসদ সভাপতি ফারুক আলম মুকুল, ওয়ার্কাস পার্টির সেক্রেটারী কমরেড আব্দুল করিম, সাবেক যুবলীগ সেক্রেটারী সাদেকুর রহমান, বাগাতিপাড়া প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রোজ, সেক্রেটারী আরিফুল ইসলাম তপু, ‘ক্যাব’ সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
এছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় ২১ফেব্রুয়ারী রাত বারটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে সাতটায় প্রভাতফেরী।
পরে আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করার সিদ্ধান্ত হয়।
আরিফুল ইসলাম তপু/পিএইচ