ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে , মহাসড়কে তীব্র যানজট


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে রেল লাইনের উপর বিকল হওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।
ট্রেনটিও বিকল হয়ে থেমে গেলে মহাসড়ক ও রেল সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর রেল ও সড়কপথে শুরু হয় যান ও রেল চলাচল। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত তিনটা ৪০ মিনিটে ধেরুয়া নামক স্থানে মহাসড়কে রেল লাইনে বিকল হয়ে পড়া একটি ট্রাককে (পাবনা-ট-১১-০৬৫০ ) ধাক্কা দেয়।
এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাশে থেমে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা লাগে। আহত হন ট্রাকের চালক। এতে যাত্রীবাহী ট্রেনটিও বিকল হয়ে পড়ে । বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। ঢাকা থেকে লাইট ইঞ্জিন এনে বিকল ট্রেনটিকে মির্জাপুর স্টেশনে আনা হয়। ট্রেনটি সচল করে তিন ঘন্টা পর সকাল সাতটা ৪০ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এই দুর্ঘটনার কারনে একতা ও নীল সাগর ট্রেন দুটিও মির্জাপুর পাস করতে দুই ঘন্টা বিলম্ব হয় বলে জানা গেছে। ধেরুয়া রেল ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকারী ইমদাদুল ও আব্দুল আলীম দুর্ঘনার পর পালিয়ে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
এদিকে এই দুর্ঘনার ফলে ঢকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিং এর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায় এই যানজট মহাসড়কের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার জুড়ে বিস্তিৃত হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তী পোহাতে হয়। সকাল দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছিল।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তিন ঘণ্টার বেশি সময় পর যানচলাচল শুরু হওয়ায় থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মির্জাপুর রেল স্টেশনের মাস্টার নাজমুল হুদা জানান, উদ্ধারকারী দল এসে বুধবার সকাল সাতটার দিকে ট্রেনটি সচল করে মির্জাপুর স্টেশনে নিয়ে আসে। এতে স্বাভাবিক হয় রেল ও সড়কে যানবাহন চলাচল। ট্রাক বিকল হওয়ার খবর সময়মত পেলে দুর্ঘটনা রোধ করা যেত বলে তিনি উল্লেখ করেন।