হ্যাবিট কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখছে: ছানোয়ার হোসেন এমপি


হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখছে।
এই হ্যাবিট পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে ধারাবাহিক ভাবে তাদের শিক্ষার মান অক্ষন্ন রেখে চলেছে। টাঙ্গাইলে প্রথম ছোট পরিসরে হ্যাবিট যাত্রা শুরু করেছিল অাজ এটি সারা বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্থান অর্জন করে নিয়েছে।
মঙ্গলবার টাঙ্গাইল জেলা ষ্টেডিয়ামে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) আয়োজিত দিনব্যাপী “হ্যাবিট ইয়ুথ ফ্যাস্টিভ্যাল-২০১৮” এর সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।