বাগাতিপাড়ায় জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধ আলোচনা সভা

বাগাতিপাড়া সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১২ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৯৭

নাটোরের বাগাতিপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জঙ্গী-ন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরী এবং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই আলাচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, ‘ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যুব সমাজকে উগ্রোবাদীতার দিকে কেউ যেন পরিচালিত করতে না পারে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।

ইমামগণ সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন, মাদকাশক্তি, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ, সমাজে সাম্প্রদায়িক সম্পৃতি, সৌহার্দ্য, পারস্পারিক বন্ধন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইমামসহ শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।’

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর জেলা ফিল্ড অফিসার শেরে আলম সর্দার।

‘ক্যাব’ উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ ও বাগাতিপাড়া প্রেসক্লাবের সেক্রেটারী আরিফুল ইসলাম তপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বাগাতিপাড়া মডেল কেয়ারটেকার শাহাদত হোসেন। আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।