কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সরকারি সা’দত কলেজে ক্যারিয়ার প্লানিং সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ | ৫১৫

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে ক্যারিয়ার প্লানিং সেমিনার, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সরকারি সা’দত কলেজ অডিটোরিয়ামে ক্যারিয়ার প্লানিং সেমিনার, সংবর্ধনা ও অনার্স ২য় বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।

সরকারি সা’দত কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পারভীন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম আল মামুন।

এছাড়া সংবর্ধনা প্রাপ্ত ৪১ তম বিসিএস (শিক্ষা ও প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অত্র কলেজের দুজন কৃতি শিক্ষার্থীসহ সকল বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকম-লী, সেচ্ছাসেবী সংগঠন, ছাত্রনেত্রীবৃন্দ ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।