যেখানেই থাকি আপনাদের পাশে আছি


দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এ সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ইঙ্গিত করে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি যেখানেই থাকি না কেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমার জীবন থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। জনগণ আপনাদের পাশে আছে।’
শনিবার উত্তরার হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া আরও বলেন, ‘নিম্ন আদালত সরকারের পুরো কব্জায়। কতটা কব্জায় তারাই ভালো বলতে পারবেন। তবে এটা সত্য, সঠিক রায় দেয়ার ক্ষমতা এখন তাদের (বিচারকদের) নেই।’
সাবেক এই প্রধানমন্ত্রী দেশ রক্ষা, সরকারের অন্যায়-জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় ঐক্য গঠনের ডাক দেন।
তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জান-মাল রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলি।’
খালেদা জিয়া দেশের প্রেক্ষাপটে যাই ঘটুক না কেন, প্রতিবাদ করলে নেতাকর্মীদের তা শান্তিপূর্ণভাবে করার নির্দেশ দেন।
আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইভিএম-বিবিএম কিছুই বুঝি না। আগামী জাতীয় নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং তা সহায়ক সরকারের অধীনে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে আগে অবৈধ সংসদ ভেঙে দিতে হবে। ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ আমাদের সঙ্গে আছেন। সশস্ত্র বাহিনী, প্রশাসন সবাই আমাদের সঙ্গে আছেন। আপনারা কেউ ভয় পাবেন না। অবৈধ সরকারের অত্যাচার-জুলুমের বিরুদ্ধে সোচ্চার হবেন।’
এছাড়াও নিজের বক্তব্যে সরকারের লাগামহীন দুর্নীতি, প্রশ্নফাঁস, চাল ও পেঁয়াজের চড়া দামের কড়া সমালোচনা করেন তিনি।