ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, রোববার, ২ জুলাই ২০২৩ | ৫৪২

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল ইসলাম রাফি (১৮) উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে। আশরাফুল ইসলাম রাফি ঢাকা মাইলস্টোন কলেজের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাফি হামিদপুর থেকে মোটরসাইকেল যোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রাফি নিহত হয়। এ সময় প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে যায়। 

এ ব্যাপারে ঘাটাইল থানার (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।