টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, রোববার, ২৫ জুন ২০২৩ | ৫৭৬

টাঙ্গাইলের সখিপুর ও ধনবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। 

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৫টার দিকে সখিপুরের মুক্তার ফোয়ারা চত্বরে ও দুপুরে ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের গুদুরমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো হারুন সখিপুর উপজেলার বোয়ালী এলাকার সুমেজ উদ্দীনের ছেলে। অপরদিকে ধনবাড়ি উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত(১৪) মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী(১৬)।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৫টার দিকে মুক্তার ফোয়ারা চত্বর এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজি চালককে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক টাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানায়, কিশোর দুজন মোটরসাইকেল রেস দেওয়ার সময় অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনে মারা যায়। লাশদুটো সুরুতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।