গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড
বাগাতিপাড়ায় জিটিসিএল-ডি.আর.এস সেন্টারে ঝুকিপূর্ণ গাছ


নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড জিটিসিএল-ডি.আর.এস সেন্টারের প্রাচীর ঘেঁষে ঝুঁকিপূর্ণ গাছ, অপসারণ করতে উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হরিরামপুর মৌজায় স্থাপিত জিটিসিএল-ডি.আর.এস সেন্টারের প্রাচীর ঘেঁষে একটি ঝুঁকিপূর্ণ গাছ, বিভিন্ন সময়ে গাছটির ধাক্কায় প্রাচীরে ফাটল ধরেছে।
গাছটি দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা না হলে, ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। পাশেই রয়েছে বৈদুতিক লাইন। দূর্ঘটনা এড়াতে সেন্টারে দায়িত্বে থাকা সুপারভাইজার গোলাম ওয়াহাব ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণে উপজেলা প্রশাসনকে লিখিত আবেদন করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু আবেদনটি পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আবেদনটি পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’