আনুহুলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ | ৪১৮

টাঙ্গাইল সদর উপজেলায় হুগড়া ইউনিয়নে আনুহুলা উচ্চ  বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

আনুহুলা উচ্চ বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি ও টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম বি পি এম প্রমুখ।