রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ে ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, রোববার, ২৭ নভেম্বর ২০২২ | ৪৪৭

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

স্বাগত বক্তব্য রাখেন রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)  মোঃ আ. মান্নান সরকার।

রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রাশেদ রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, রসুলপুর বাছিরন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপিত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সাবেক প্রধান শিক্ষক নিবারণ চন্দ্র দাস,গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক জয়েন উদ্দিন প্রমুখ।