টাঙ্গাইলে পুনাকের মাসব্যাপী শিল্প মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২১ পিএম, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | ৩৮৩

টাঙ্গাইলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপী শিল্প মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। 

এতে প্রধান ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিয়োদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

পুনাকের টাঙ্গাইলের সভাপতি আয়েশা আক্তারের সভাপতিত্বে আয়োজিত মেলায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পুনাকের মাসব্যাপী এই শিল্প মেলায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে।