পোড়াবাড়ি জাতীয় পার্টির সভাপতি রশিদ ও সম্পাদক মারুফ


মো. আব্দুর রশিদ মিয়াকে সভাপতি ও মো. আতাহারুল ইসলাম মারুফকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে দ্বিবার্ষিক সম্মেলন শেষে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম এ কমিটি ঘোষণা করেন।
এর আগে পোড়াবাড়ী ইউনিয়নের চররক্ষিত বেলতা নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তাহের। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফকির শাহ্ আলম।
মো. আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ছিলিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাঘিল ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ইউসুফ আল মামুন প্রমুখ।
সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের চার শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।