কালিহাতিতে ডোবার পানিতে পরে শিশুর মৃত্যু

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০১:১১ পিএম, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | ৪৩৫

টাঙ্গাইলের কালিহাতীতে ডোবার পানিতে পড়ে আরিফুর রহমান নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পালিমা দক্ষিণপাড়া নানা ইয়ার আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি কালিহাতীর চারান গ্রামের আতিকুর রহমান বাবুর ছেলে।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান  বলেন আরিফুরের মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ফলে নানার বাড়িতেই শিশুটি থাকতো। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে সে খেলতে খেলতে হঠাৎ বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখোঁজির পর ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে। 

তিনি আরো বলেন এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনী প্রক্রিয়ায় শেষে লাশ দাফন করা হবে।