মাভাবিপ্রবিতে শেখ রাসেল দিবস পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকীতে ‘শেখ রাসেল দিবস’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানদের নিয়ে শেখ রাসেল হলের সম্মূখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবাদের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর সকাল ১০ টা ৪৫ মিনিটে ক্যাম্পাস্থ অধিগ্রহণকৃত ভুমিতে বৃক্ষ রোপণ করা হয়। সন্ধ্যা ৭ টায় ভার্চূয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া বেলা ১১ টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ১২ তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়।
সকল কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।